ndm
07 Jul
দুই মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত চায় এনডিএম

সোমবার (৭ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ এসব জানান।


সংসদীয় আসন পুনবিন্যাস, নির্বাচনী আচরণবিধি, প্রার্থীর অযোগ্যতাসহ ৪ দাবিতে কমিশন লিখিত প্রস্তাব জানিয়েছে দলটির নেতারা। এসময় দলটির পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধিতে ব্যয়সীমা ২৫ লাখ থেকে ৪০ লাখে উন্নীত করণের দাবি জানানো হয়।

ববি হাজ্জাজ বলেন, ‘আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করেছি। এক্ষেত্রে আগামী ৬০ দিনের মধ্যে সীমানা নির্ধারণ চেয়েছি। নির্বাচনী ব্যয়সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকায় উত্তীর্ণ করতে বলেছি। এছাড়া পিভিসি পোস্টার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলেছি। নিবন্ধন স্থগিত রয়েছে এমন দলের নেতারা যেন ভোটে দাঁড়াতে না পারে ইসি যেন সেই ব্যবস্থা নেয়, সে কথাও বলেছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন ২৫ লাখ টাকা ব্যয়সীমা করা হয়েছিল, সেই সময়ের বাজারদর আর এখন নেই। সবকিছুর দাম বেড়েছে। তারপরও পোস্টার তুলে দিতে চাইছে। তাই ব্যয়সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকার কথা বলা হয়েছে। এছাড়া বিলবোর্ডের কথা বলা হয়েছে প্রচারের জন্য। বিলবোর্ড ভাড়া করতে হলে ৪০ লাখ টাকার মধ্যেও ব্যয় সীমাবদ্ধ রাখা সম্ভব নয়।


একইদিন বাংলাদেশ আমজনগণ পার্টি আনারস প্রতীকসহ নিবন্ধনের দাবি জানিয়ে ৫৩ বছরের মধ্যে সেরা নির্বাচনের প্রত্যাশার কথা জানান।

Related Post